প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আরও পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের পর শুক্রবার রংপুর শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিমকার্ড, ৭টি ব্লুটুথ এয়ারপড, এয়ারপডের ব্যাটারি ১৯টি, এয়ারপড স্থাপনের জন্য ব্যবহৃত একটি ফরসেপ, ১০০ টাকার ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প ৬টি, স্বাক্ষরিত ফাঁকা চেক ২টি এবং ২টি মোটরসাইকেল।
আটক ব্যক্তিরা হলেন— সারোয়ার ইসলাম (৩০), পিতা: মৃত রফিক মন্ডল, গ্রাম: রামেশ্বরপুর, ডাকঘর: ফকিরহাট, থানা: মিঠাপুকুর।
আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পিতা: মৃত চান মিয়া, গ্রাম ও ডাকঘর: দেউতি বাজার, থানা: পীরগাছা।
মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পিতা: মৃত খাজা নাজিম উদ্দিন, গ্রাম: আসমতপুর, ডাকঘর: জাহাঙ্গীরাবাদ, থানা: পীরগঞ্জ। রাশেদুল ইসলাম রকি (২৮), পিতা: এনামুল হক, গ্রাম: কাদিরাবাদ, ডাকঘর: কাদিরাবাদ, থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর। জান্নাতুল ফেরদৌস বীথি (২৬), পিতা: মৃত বারেক আলি, গ্রাম: দীঘল, ডাকঘর: ছাইকোলা, থানা: চাটমোহর, জেলা: পাবনা।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে এসব ডিজিটাল ডিভাইস ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিল।
আটক ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম
আপনার মতামত লিখুন :