ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২, অস্ত্র-গুলি উদ্ধার

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৬, ০১:০২ পিএম
ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২, অস্ত্র-গুলি উদ্ধার

ঝিনাইদহ: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমুলক কর্মাকান্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬২ জনকে। এসময় উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী অস্ত্র ও গুলি।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে দেশিয় তৈরী ওয়ান শুট্যার গান ও এক রাউন্ড গুলিসহ বিদ্যুৎ বিশ্বাস নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সদর থানার এস আই শাহরিয়ার ও মঞ্জুরুল আলম। বিদ্যুৎ বিশ্বাস সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে।

এছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে ২৩ জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ২৪ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কোটচাঁদপুর থেকে ৩ জন, মহেশপুর থেকে ৪ জন ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় আরও ১ জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!