কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৬, ০২:১১ পিএম
কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর

পাবনা : জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজী শরীফপুর কালীমন্দিরের দু’টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুদ্দিন জানান, মাসুমদিয়া ইউনিয়নের কাজিরহাট ফেরিঘাটে যাবার পথে রাস্তার সাথে কাজী শরীফপুর গ্রামের কালীমন্দিরের প্রতীমা ভাঙচুর করা হয়েছে। মন্দিরের তিনটি প্রতিমার মধ্যে একটি প্রতিমার মাথা, একটি প্রতিমার হাত ও পা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। রোববার (৪ ডিসেম্বর) সকালে প্রতীমা ভাঙচুর দেখে থানায় জানান মন্দির কর্তৃপক্ষ। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ মন্দির পরিদর্শন করে।

ওসি মঈনুদ্দিন আরও জানান, কারা, কি কারণে ভাঙচুর করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরের গেট অরক্ষিত থাকার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষ জানান, কয়েকদিন আগেও আমিনপুর থানা এলাকায় আরেকটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। পুলিশ ওই সময় ব্যবস্থা নিলে আজকের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতো না। তিনি জড়িতদের দ্রুত খুঁজে বের করার দাবি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!