রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৬, ০৪:২৬ পিএম
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহ : মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল ওলামা। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছা শহরের নতুন বাজার আরকে হাইস্কুল খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে নেতারা বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাচ্ছে। মিয়ানমারে এখন  পর্যন্ত সেনাদের গুলিতে অসংখ্য রোহিঙ্গা মারা গেছে বলে জানান বক্তারা। এভাবে নির্বিচারে মুসলমান হত্যা করায় বিশ্ব বিবেক আজ স্তব্ধ। নারী শিশুসহ মুসলমানদের মর্মান্তিক দৃশ্য ভেসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও । এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, বিগত কয়েক সপ্তাহে মিয়ানমার থেকে ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!