আদালতে হাজিরা শেষে ১৭ জেএমবি কারাগারে

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৬, ০২:৪৭ পিএম
আদালতে হাজিরা শেষে ১৭ জেএমবি কারাগারে

সিরাজগঞ্জ : আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) ৪ আত্মঘাতী দলের নারী সদস্যসহ ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে জেএমবির এই ১৭ সদস্যকে সিরাজগঞ্জ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হাজিরা শেষে দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন বিচারক মো. নজরুল ইসলাম।

এরা হলেন- জেএমবির আত্মঘাতী দলের নারী সদস্য শাকিলা, ফুলেরা, রাজিয়া, নাসিমা, সদস্য রায়হান, মতিউর, আতাউল্লাহ, ইসরাফিল, রুহুল আমিন, আলমাস, জয়নাল, আবেদীন, আবু বকর, বোরহান, ইমরান, সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ, বরকত উল্লাহ।

সিরাজগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ জেএমবির সদস্যদের আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার কাজিপুর, সলঙ্গা, তাড়াশ ও সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আজ আদালতে হাজির করা হয়। শুনানিশেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!