জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক র‌্যাব

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০৬:৩০ পিএম
জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক র‌্যাব

গাজীপুর: র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ বলেছেন, ৪ জুলাই শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশে কোনো জঙ্গি হামলা হয়নি। আর কোনো জঙ্গি হামলা যাতে না হতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক।

তিনি বলেন, ইজতেমা সার্বিকভাবে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুরো ময়দানকে দুইটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে বিশৃংখলা ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে জল, স্থল ও আকাশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব মুসলিম দেশ যুদ্ধ বিধ্বস্ত এবং সন্ত্রাসী প্রবণ সেসব দেশের মুসুল্লিদের গতবারের ন্যায় আলাদাভাবে নজরদারি করা হচ্ছে।

শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের তিনদিনের ইজতেমায় শরীক হবেন ১৬ জেলার মুসুল্লিরা। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় শরীক হবেন ১৬ জেলার মুসুল্লি। তাদের সঙ্গে ইজতেমার দুই পর্বেই শরীক হবেন প্রায় একশ’ দেশের তাবলীগের বিদেশী মেহমান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!