চোরাবালিতে প্রাণ গেল ২ মেডিকেল ছাত্রের

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৯:৫৮ পিএম
চোরাবালিতে প্রাণ গেল ২ মেডিকেল ছাত্রের

হাসান মোহাম্মদ সাঈদ (বামে), ইসহাক ইব্রাহীম (ডানে)

সিলেট: সিলেটের জৈন্তাপুরের লালখালে বেড়াতে এসে নীল নদ খ্যাত ‘সারী নদী’র চোরাবালীতে আটকা পড়ে দুই মেডিকেল ছাত্র মারা গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে লালাখালের মিস্ত্রীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই ছাত্র হচ্ছেন, ঢাকার হাসান মোহাম্মদ সাঈদ (২৫) ও চাঁপাইনবাবগঞ্জের ইসহাক ইব্রাহীম (২৫)। তারা দুজনেই কিশোরগঞ্জের জরুহুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, পাঁচ বন্ধু মিলে সিলেট বেড়াতে এসেছিলেন। বিকেলে সারী নদীতে সাঁতার কাটার সময় কোমর সমান পানির চোরাবালিতে এক বন্ধু আটকে গেলে অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও আটকা পড়ে।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাকি তিন বন্ধু তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারকে খবরটি জানানো হয়েছে। বাকি তিন বন্ধু হাসপাতালে লাশের সঙ্গে রয়েছে বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!