পর্যটকবাহী জাহাজের ধাক্কায় জেলে নিহত

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৮:৪১ পিএম
পর্যটকবাহী জাহাজের ধাক্কায় জেলে নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে পর্যটকবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা উল্টে গিয়ে এক জেলে নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন এলাকার নাফ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম আব্দু শুক্কুর (৪৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার জালিয়াপাড়ার বাসিন্দা।

নিহত জেলেকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের বরাত দিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুপ্তা দাশ জানান, সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জাহাজ শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকার নাফ নদীতে মাছ ধরার একটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, বিকেল ৬ টার দিকে আহত জেলেকে হাসপাতালে নিয়ে আসে। এর আগেই আব্দুর শুক্কুরের মৃত্যু হয়েছে। এসময় তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

ধারণা করা হচ্ছে, নদীতে নৌকাটি উল্টে গিয়ে পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!