বাসচাপায় স্কুল শিক্ষক নিহত

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০৬:৩০ পিএম
বাসচাপায় স্কুল শিক্ষক নিহত

দিনাজপুর: দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বাসচাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম (৪২) দিনাজপুর সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। এ সময় আহত হয়েছেন আরেক শিক্ষক মজিবর রহমান।

গুরুতর আহত শিক্ষক মজিবর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার প্রতিবাদে স্কুলের মিক্ষক-শিকার্থীসহ স্থানীয় বিক্ষুব্ধর গতিরোধকের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। এসময় রাস্তার দুই পারে যানবাহন আটকা পড়লে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার জানান, সকালে মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে নশিপুরে যাচ্ছিলেন ওই দুই শিক্ষক। নশিপুরের কাছে এলে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এসময় আহত হন তার সঙ্গী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!