জঙ্গি আস্তানায় সেনা ও সোয়াট অভিযান

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০১৭, ০৯:৩৫ এএম
জঙ্গি আস্তানায় সেনা ও সোয়াট অভিযান

সিলেট: নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চূড়ান্ত অভিযান শুরু করেছে যৌথবাহিনী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ‘স্প্রিং রেইন’ অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো, সোয়াটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ খবর নিশ্চিত করেছেন।

এ সময় ঘটনাস্থলের আশপাশে উপস্থিত সাংবাদিকসহ উৎসুক জনতাকে কমপক্ষে এক কিলোমিটার দূরে সরিয়ে দেয়া হয়।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এর আগে ওই এলাকায় ব্লক রেইড করে আস্তানাটি চিহ্নিত করা হয়। এসময় পুলিশ ভবনে জঙ্গিদের কক্ষের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।

উল্লেখ্য, ২০০৬ সালে সিলেট নগরের উপকণ্ঠ টিলাগড়ের শাপলাবাগ এলাকার ‘সূর্যদীঘল’ বাড়ি থেকে জেএমবির তৎকালীন আমির শায়খ আবদুর রহমানকে অনেক নাটকীয়তার পর গ্রেফতার করেছিল র‌্যাব।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!