আতিয়া মহলে মুহুর্মুহু গুলির আওয়াজ

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০১৭, ০৩:৪৫ পিএম
আতিয়া মহলে মুহুর্মুহু গুলির আওয়াজ

সিলেট: নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ির সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া মহলে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পাওয়া গেছে। ৩০ ঘণ্টা ঘিরে রাখার পর শনিবার সকাল ৯টায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন অভিযান শুরুর প্রায় পাঁচ ঘণ্টা পর শব্দ পাওয়া গেল।

দুপুর ২টার আগ পর্যন্ত দুই বার গুলির শব্দ পাওয়া গেলেও দুপুর ২টা থেকে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যাচ্ছে। পৌনে এক ঘণ্টায় অন্তত আটবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

বেলা আড়াইটার দিকে তিনজন সেনা সদস্যকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা যায়

দুপুর ১২টা পর্যন্ত অর্ধ শতাধিক ব্যক্তিকে বের করে আনা হয় ভেতর থেকে, যারা বৃহস্পতিবার থেকে সেখানে আটকা পড়েন। দুপুর ২টার আগে মোট ৭৬ জনকে বের করে আনা হয়। তাদের কাছের একটি ভবনে জড়ো করে রাখা হয়েছে। 

ওই দুই বাড়ির মধ্যে পাঁচতলা ভবনটিতে ৩০টি ফ্ল্যাটে সমান সংখ্যক পরিবারের বসবাস। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে বাকি পরিবারগুলো কার্যত জিম্মি হয়ে পড়েন।

ভেতরের অবস্থা বিষয়ে আর কিছু জানা যায়নি। সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সাংবাদিকদের কিছু বলেননি। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!