অনির্দিষ্টকালের জন্য আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৭, ০৩:৩৫ পিএম
অনির্দিষ্টকালের জন্য আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বন্ধ হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন। এতে করে প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকি বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ এপ্রিল বিকালে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখতে একটি চিঠি দেয়। ওই চিঠির প্রেক্ষিতে সকল যন্ত্রাংশ একর পর এক বন্ধ করে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সম্পূর্ণভাবে কারখানার সকল যন্ত্রাংশ বন্ধ করে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেটি স্পষ্ট করে বলতে পারেননি তিনি। তবে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলাগুলোতে সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!