ঝালকাঠিতে বৃষ্টি-বাতাসে আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১০:১৬ এএম
ঝালকাঠিতে বৃষ্টি-বাতাসে আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি

ঝালকাঠি : ঝালকাঠি জেলায় গত ৪ দিন ধরে বৃষ্টিপাত আর দমকা বাতাস চলছে। এতে পেকে আসা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবর্ষনে মুগ ডালের ক্ষেত তলিয়ে ক্ষতির আশংকা দেখা দিয়েছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পানিতে শুয়ে থাকা আধাপাকা ধান কেটে ঘরে তুলে নেওয়ার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে।

কৃষকরা জানিয়েছেন, জমিতে শুয়ে থাকা পাকা ধানের ৫০ ভাগই ঝরে গেছে। সংযোগ খাল থেকে দ্রুত পানি সরে যেতে না পারায় জলাবদ্ধতায় ডুবে ধান পঁচে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ঝালকাঠি জেলায় ৮৫০ হেক্টরে বোরো আবাদ হয়েছে এবছর।

আবাদের শতকরা ২০ ভাগ ক্ষেতের ধান পানিতে হেলে পড়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় সিংহভাগ বোরো আবাদ হয়। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ও নথুল্লাবাদ ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমান সবচেয়ে বেশি।

এই ২টি ইউনিয়নের জলাবদ্ধতার কারণে বছরে ১ মাত্র বোরো ফসল উৎপাদন হয়। এবছর তাও জলাবদ্ধতার মধ্যে পানিতে ডুবে নষ্ট হবার আশংকায় পড়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!