হতদরিদ্র জাহেদ আলীকে সহযোগিতা

চলনবিল ফেসবুক সোসাইটির যাত্রা শুরু

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০১৭, ০৩:৩০ পিএম
চলনবিল ফেসবুক সোসাইটির যাত্রা শুরু

নাটোর: জেলার সিংড়ায় মানবতাকে করবো জয় এই শ্লোগানকে সামনে রেখে চলনবিল ফেসবুক সোসাইটি যাত্রা শুরু করেছে।

আজ মঙ্গলবার (২৩ মে) সিংড়া কৃষি হলরুমে সংগঠনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় হততরিদ্র জাহেদ আলীকে এই সহযোগিতা করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকে সামাজিক সেবার বিষয়ে মতামত দেন।

সংগঠনের প্রেসিডেন্ট এমরান আলী রানার সভাপতিত্বে এবং মহাসচিব-মাহাবুব আলম বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-সিংড়া উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক কামরুল হাসান কামরান, সিংড়া প্রেসক্লাবের সাঃ সম্পাদক এস এম রাজু আহমেদ, পলক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক সৌরভ সোহরাব,সিংড়া উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ন সম্পাদক শরিফুল মৃধা,বামিহাল অনার্স কলেজের প্রভাষক মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা, সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামাজিক সেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামীতে এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে কাজ করবেন বলে জানান। দুঃস্থ জাহেদের পাশে দ্বাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে চলনবিল ফেসবুক সোসাইটির মানব সেবার যাত্রা শুরু।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!