‘ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০১৭, ১১:০১ পিএম
‘ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

ফাইল ফটো

চট্টগ্রাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ত্রাণ বিতরণে কোনো ধরণের অনিয়ম হলে সহ্য করা হবে না।

তিনি বলেন, ত্রাণ সামগ্রীর কোনো স্বল্পতা নেই। ঘূর্ণিঝড় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে কেউ ছিনিমিনি খেললে ছাড় দেয়া হবে না।

শুক্রবার (২ জুন) বিকেলে চট্টগ্রামে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন থাকা উদ্ধার জেলেদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী যৌথ চেষ্টায় ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এখন পর্যন্ত নিখোঁজ ৮৫ জেলেকে উদ্ধার করা হয়েছে।

মায়া বলেন, বাংলাদেশ নৌবাহিনী শুক্রবারও দুই জনকে উদ্ধার করেছে। তাদের উদ্ধার অভিযান এখনো চলছে। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য নৌবাহিনী, কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানান মন্ত্রী।

ত্রাণমন্ত্রী আরো বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানার পর নৌবাহিনী, কোস্ট গার্ড, সর্বোপরি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করায় তেমন বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এসময় মন্ত্রী নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন চারজনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!