১৫ কোটি টাকার ওয়াটার বাস পুড়ে ছাই

  • নিজস্ব প্রতিবেদক, বরিশাল | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৭, ১২:৪২ পিএম
১৫ কোটি টাকার ওয়াটার বাস পুড়ে ছাই

বরিশাল: নির্মাণাধীন অবস্থায় ওয়াটার বাস ‘এডভেঞ্চার-৬’ ভায়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়ায় এলাকার কীর্তনখোলা নদীর তীরবর্তী ডক ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে, ওয়াটার বাসটির ৩টি ফ্লোরে থাকা মূল্যবান ফার্নিচারসহ এর ইঞ্জিন আগুনে পুড়ে যায়।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকায় অবস্থানরত নিজাম শিপিং লাইন্সের সত্ত্বাধিকারী ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, ওয়াটার বাসটির এক পাশে শ্রমিকরা তারাবি নামাজ আদায় করছিল। হঠাৎ তারা দেখেন ওয়াটার বাসটির মধ্যে আগুন জ্বলছে। এসময় ফায়ার সার্ভিস খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার বাসটির আগুনে কত টাকার ক্ষতি হয়েছে এখনই বলা যাচ্ছে না। তবে এটি প্রায় পরিত্যক্ত হয়ে গেছে। ভস্মিভূত ওয়াটার বাসটি দুই সপ্তাহের মধ্যে পানিতে ভাসানোর কথা ছিলো।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে ‘এডভেঞ্চার-৬’ ওয়াটার বাসটি বরিশাল-ঢাকা সার্ভিস দেয়ার কথা ছিলো। এতে ইর্ষান্বিত হয়ে কোন মহল এতে আগুন লাগাতে পারে বলে তিনি মনে করছেন।

নিজাম শিপিং লাইন্সের ডকইয়ার্ডের ভস্মিভূত ‘এডভেঞ্চার-৬’ ওয়াটার বাস ছাড়াও ‘এডভেঞ্চার-৫’ নামে আরেকটি ওয়াটার বাস ৩-৪ দিনে মধ্যে পানিতে ভাসানোর কথা রয়েছে এবং এমভি ‘এডভেঞ্চার-৯’ নামে একটি বিশাল জাহাজ নির্মাণ কাজ চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!