পার্বতীপুরে ২০৭ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে

  • পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৭, ০২:৫৯ পিএম
পার্বতীপুরে ২০৭ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে

দিনাজপুর : আজ রোববার (১১ জুন) বেলা ১২টায় শহরের স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্বতীপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্ব-উদ্যোগে নির্মিত শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

মন্ত্রী বলেন, দেশের পৌর সভাসহ প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে। আগামী ২১ ফেব্রুয়ারীর মধ্যে পার্বতীপুর উপজেলার ২০৭ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার নির্দেশ দেন।  

স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মজিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক ও ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, প্রধান শিক্ষক সৈয়দা নুসহাত জেরিন ও বিকাশ কান্তি রায় প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!