ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নেয়া হচ্ছে

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৭, ০৬:৪২ পিএম
ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নেয়া হচ্ছে

বান্দরবান: বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৭ জুন) সকালে বান্দরবানের কালাঘাটা, বড়ুয়ার টেক, ফানছিঘোনা, রানীর চর, গজনিয়া পাড়াসহ বিভিন্ন দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়।

এসময় বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আলী নুর। এসময় আরও উপস্থিত ছিলেন- বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম ও সরকারি বেসরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা।

এদিকে, ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা সরে না গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!