এবার কুষ্টিয়ার রান্না ঘরে ২৮ গোখরা!

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০১৭, ০৩:২০ পিএম
এবার কুষ্টিয়ার রান্না ঘরে ২৮ গোখরা!

কুষ্টিয়া: এবার রাজশাহীর পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বাড়ির রান্না ঘর থেকে ২৭টি গোখরা সাপ মারা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর গ্রামের নাজমুল ইসলাম লিটনের রান্না ঘর থেকে সাপগুলো মারা হয়। এ সময় বড় একটি সাপকে জীবিত অবস্থায় ধরা হয়েছে।

তিনি জানান, সোমবার সকালে রান্না ঘরে দুটি গোখরা সাপের বাচ্চা দেখা যায়। এরপর ওই সাপ দুটি মারার পর রান্না ঘরের একটি গর্তের ভেতরে আরো সাপ দেখা যায়। পরে ঘরের মাটি খুঁড়ে ওই গর্ত থেকে আরো ২৫টি সাপের বাচ্চা পাওয়া যায়। এরপর স্থানীয় এক ওঝাকে খবর দিলে তিনি এসে মাটি খুঁড়ে মা সাপকে ধরে ফেলে।

ওঝা ফিরোজ বলেন, ‘আমি আসার আগেই স্থানীয়রা গোখরা সাপের ২৭টি বাচ্চা মেরে ফেলেছে। পরে আমি এসে মা সাপকে ধরেছি।’

উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই রাতে রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার মাজদার হোসেনের বাড়ি থেকে ২৭টি বিষাক্ত গোখরা সাপ মারা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

রাজশাহীতে সাপ আতঙ্ক!

Link copied!