স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৪:১০ পিএম
স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন

মুন্সীগঞ্জ: পদ্মায় প্রবল স্রোতে, ঘূর্ণিবাঁক ও ডুবোচরের কারণে টানা ৯ দিন ধরে ব্যাহত হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের ফেরি চলাচল। প্রতিদিনই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী  জানান, প্রচণ্ড স্রোত ঠেলে ফেরি চলতে যেয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ফেরির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। রাতে চরে আটকে পরার সম্ভাবনা থাকে বলে ১৮টি ফেরির মধ্যে রোববার রাতে মাত্র পাঁচটি ফেরি চালিয়ে ঘাট কোনো রকম সচল রাখা হয়েছে।

তবে সোমবার (১৭  জুলাই) সকাল থেকে ফেরির সংখ্যা বাড়িয়ে ১২টি ফেরি দিয়ে দিন শুরু করেছে তারা। সীমিত ফেরি এবং দ্বিগুণের চেয়ে বেশি সময় নিয়ে ফেরি পার হওয়ায় পারাপারের অপেক্ষায় আজও শিমুলিয়া ঘাটে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। এছাড়া কোমার ভোগ থেকে শিমুলিয়া সড়ক পর্যন্ত অপেক্ষমান রয়েছে কয়েকশ’ পণ্যবাহী যানবাহন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!