একই সময়ে ১১৫ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৫:২১ পিএম
একই সময়ে ১১৫ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্সীগঞ্জ: সারাদেশের মতো মুন্সীগঞ্জে ৬টি উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ১টি করে চারা রোপণ করেন বিদ্যালয় প্রাঙ্গণে। রোববার (২৩ জুলাই) সকালে মুন্সীগঞ্জ শহরে ১১টার দিকে তিনটি স্কুলে এর শুভ সূচনা করা হয়।

দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি স্কুলে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, স্কুল কমিটির সদস্য নাজমা বেগম, ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহবুদ্দিন, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরিদা খানম এবং বৈখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান চোকদার এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা।

এছাড়াও টংগীবাড়ি, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, গজারিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!