ঝড়ো হাওয়ায় ঝরে গেল এক প্রাণ

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০১৭, ০৫:২৭ পিএম
ঝড়ো হাওয়ায় ঝরে গেল এক প্রাণ

প্রতীকী ছবি

চট্টগ্রাম: ঝড়ো হাওয়ায় উপড়ে পড়া ঝুপড়ি ঘরের নিচে চাপা পড়ে রাসেল দে (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো দুইজন।

শুক্রবার (১১ আগষ্ট) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর তীরবর্তী ফিশারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেল দে পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের ছেলে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।  

আহতরা হলো- বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার আবদুল খালেক (৪০) এবং কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)।

ফায়ার সার্ভিসের নন্দন কানন স্টেশনের কর্মকর্তা রবিউল আজম জানান, শুক্রবার দুপুরের আগে ঝড়ো বাতাসের সময় ১ নম্বর ফিশারিঘাট এলাকায় সড়কের পাশে একটি ঝুপড়ি ঘর উপড়ে গিয়ে সড়কে ওপর গিয়ে পড়ে। এসময় তিন পথচারীর এর নিচে চাপা পড়ে।

পরে তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!