ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, পাঁচ জনের মৃতদেহ উদ্ধার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০৯:২৭ এএম
ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, পাঁচ জনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার: জেলার টেকনাফে ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় শিশুসহ পাঁচ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৫-২০ জন।

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে কমপক্ষে ৩৫ জন রোহিঙ্গা বহন করে শাহপরীর দ্বীপে আসছিল নৌকাটি। এ সময় পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে চার শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৫-২০ জন।

স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন জানান, দিবাগত রাতে নৌকাডুবির খবর পেয়েছেন। এরপরই স্থানীয়রা সমুদ্র থেকে সাতজনকে উদ্ধার করেছে। অন্যরা সাঁতরে পার হয়েছে। পরে শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনো কমপক্ষে ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!