ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • ঝালকাঠি সংবাদদাতা | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৭, ০৪:০৫ পিএম
ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ঝালকাঠি: ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে মঙ্গলবার (১৪ নভেম্বর) পদযাত্রা, আলোচনা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ঝালকাঠি ডায়াবেটিক সমিতি সকালে শহরে বর্ণাঢ্য পদযাত্রা বের করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। সাধনার চৌমাথা থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও ডায়াবেটিক সমিতির সভাপতি সরদার মো. শাহ আলম পদযাত্রায় নেতৃত্ব দেন এবং পরে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার সভায় প্রধান আলোচক ছিলেন।

এ ছাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমু, এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মো. সাইদুল ইসলাম ও ডাক্তার রুহুল আমিন আলোচনায় অংশ নেন। সভায় গণসচেনতা বাড়ানোসহ ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডায়াবেটিক সমিতি কার্যালয়ে সাধারণ নারী-পুরুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!