আমাকে হত্যা করে তুমি কি বাঁচতে পারলে?

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ০৬:৩০ পিএম
আমাকে হত্যা করে তুমি কি বাঁচতে পারলে?

প্রতীকী ছবি

চট্টগ্রাম: স্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মোহাম্মদ মোস্তফা ওরফে শুক্কুরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল চৌধুরী এর রায় দেন। শুক্কুর বর্তমানে কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ২০১০ সালের ৬ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুন পাড়ায় পারুলের ভাড়াঘরে শুক্কুর তার স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে।

ওই ঘটনায় রোজিনার পরিবারের পক্ষ থেকে শুক্কুরকে আসামি করে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ ওই বছরের ১৬ সেপ্টেম্বর শুক্কুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

এই মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করে আদালত।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!