মুন্সীগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে সিএইচসিপির অবস্থান

  • মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১২:৪৯ পিএম
মুন্সীগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে সিএইচসিপির অবস্থান

মুন্সীগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার ১১২ জন স্বাস্থ্য কর্মী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য কর্মীরা অবস্থান নেওয়ার পর জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারক লিপি প্রদান করা হবে।

অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়- দাবি আদায় না হলে ২৪,২৫ ও ২৬ জানুয়ারী কর্ম বিরতির পাশাপাশি ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যলাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে জানান, বাংলাদেশ সি এইচ সি পি এসোসিয়েশনের যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!