কাঠালিয়ায় সাড়ে সাত মণ জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৮, ০৬:১০ পিএম
কাঠালিয়ায় সাড়ে সাত মণ জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা

ঝালকাঠি : জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে জাটকা ইলিশ সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ৬০ হাজার টাকা মূল্যের সাড়ে সাত মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে জাটকা ইলিশ সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে জাটকা ইলিশ বিক্রয়রত অবস্থায় উপজেলার আমুয়া গ্রামের শাহজাহানের পুত্র মো. জয়নাল (৪৫) কে আটক করে পাঁচ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।

জব্দকৃত জাটকা পঁচনশীল হওয়ায় আমুয়া উনিয়নের ১০টি ও কাঠালিয়া ইউনিয়নের ৩টি এবং উপস্থিত দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!