পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধারকাজ চলছে

  • নিজস্ব প্রতিবেদক, খুলনা | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৮, ১২:৩৬ পিএম
পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধারকাজ চলছে

ঢাকা: মোংলার পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজ উদ্ধারকাজ চলছে।

শনিবার (২১ এপ্রিল) সকালে জাহাজটির মালিকপক্ষের তত্ত্বাবধানে হোসেন স্যালভেজ এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ উদ্ধারকাজ শুরু করে। প্রতিষ্ঠানটি জানায়, ডুবুরি দলের সদস্যসহ ৩৬ জন কর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

আবহাওয়া অনুকূলে থাকলে, আগামী ১৫ দিনের মধ্যে কয়লা অপসারণ এবং কার্গো জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডুবুরি দলের প্রধান মোহাম্মদ শামিম।

গত ১৪ই এপ্রিল রাতে পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায়, ৭শ' ৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি বিলাস নামে কার্গো জাহাজটি ডুবে যায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!