শেক্সপিয়ার শোষিতদের পক্ষে লিখেছেন: র‌্যাব ডিজি

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ১০:৪৮ পিএম
শেক্সপিয়ার শোষিতদের পক্ষে লিখেছেন: র‌্যাব ডিজি

বরিশাল: র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, শেক্সপিয়ার শুধু ইংরেজি সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তিনি ইংরেজী ভাষাকেও সমৃদ্ধ করেছেন। সৃষ্টি করেছেন ১৭শ’র বেশি শব্দ।

তিনি বলেন, শেক্সপিয়ার তখনকার তথাগত প্রভাবশালীদের বিরুদ্ধে লিখেছেন, লিখেছেন শোষিতদের পক্ষে। তার কাছ থেকে আমাদের বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।’

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর সরকারি বরিশাল কলেজে ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন বেনজীর আহমেদ।

সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মু. মুহসিন উদ্দিন, সরকারি বিএম কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এইচএম মাহবুবুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!