মেঘনায় ট্রলার ডুবি

ট্রলার মালিকের একদিনের রিমান্ড মঞ্জুর

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ০৬:৩৮ পিএম
ট্রলার মালিকের একদিনের রিমান্ড মঞ্জুর

মুন্সীগঞ্জ : জেলার মেঘনায় ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজের ঘটনায় দায়েরকৃত মামলায় ট্রলার মালিক জাকির দেওয়ানকে (৪৫) একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় আমলী আদালত-৫ এর বিচারক এই রায় প্রদান করেন। রোববার বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলার পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম মামলাটি দায়ের করেন।

ট্রলারের মালিক জাকির দেওয়ান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আকবর নগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে জাকির।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা আরশেদ আলী জানান, ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেপ্তারের দিন আদালতে আনা হলে সোমবার শুনানির দিন ধার্য করে।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি মাদারীপুর জেলার শিবচর থানার হাজী শুকুর হাওলাদার কান্দি এলাকার মৃত করিম বেপারির ছেলে সারেং মো. হাবিব (৫৫) পলাতক আছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!