সব আদালত বন্ধ করার ব্যাপারে কোনো সুখবর নেই

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০২:২৭ পিএম
সব আদালত বন্ধ করার ব্যাপারে কোনো সুখবর নেই

ঢাকা : মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে দেশের সব আদালত বন্ধ করার ব্যাপারে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো সুখবর নেই।

রোববার (২২ মার্চ) ১১টা ২৫মিনিটে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় অ্যাটর্নি জেনারেল প্রবেশ করেন। সেসময় অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই সংকটময় মুহূর্তে আদালত বন্ধ করার বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দেবো।

প্রধানবিচারপতি তাকে জানিয়েছেন সব বিচারপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন তিনি। এদিকে আদালত বন্ধ রাখার বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, আমরাও এ মুহূর্তে আদালত বন্ধ রাখার পক্ষে। সোমবার প্রধান বিচারপতির সাথে দেখা করে এ বিষয়ে জানানো হবে বলেও জানান বার সভাপতি।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!