‘বিনা বিচারে বন্দী ৭ জনকে কেন জামিন নয়’

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৬, ১১:৪৯ এএম
‘বিনা বিচারে বন্দী ৭ জনকে কেন জামিন নয়’

এক যুগের বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে বন্দী রাসেলসহ সাতজনকে কেন জামিন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদেরকে আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিনা বিচারে বন্দিরা হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার লিটন।

এরা সবাই হত্যা ও ফৌজদারি অপরাধে দায়ের করা বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশীমপুর কারাগারে বন্দী রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!