আমৃত্যু হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০১:৩৫ পিএম
আমৃত্যু হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একটি হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পরে এ বিষয়ে ওই হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দণ্ড বিধিতে বলা আছে, যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু আজ প্রধান বিচারপতি বলেছেন যাবজ্জীবন মানে, ‘ন্যাচারাল লাইফ ডেথ’। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!