ডান্ডাবেড়ি পরিয়ে এজলাসে হাজির নয়: হাইকোর্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০১৭, ০৯:৪০ পিএম
ডান্ডাবেড়ি পরিয়ে এজলাসে হাজির নয়: হাইকোর্ট

ঢাকা: ডান্ডাবেড়ি পরিয়ে এজলাসে আসামি হাজির করা যাবে না। তবে নিরাপত্তার স্বার্থে কারাগার থেকে আদালতে আনা-নেয়ার সময় ডান্ডাবেড়ি পরানো যাবে- এমনই অভিমত দিয়েছে হাইকোর্ট।

চার আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে হাইকোর্টের এজলাসে হাজির করার ঘটনায় ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত এই অভিমত দেয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেব নাথের ডিভিশন বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন ডিআইজি (প্রিজন)।

এরপরই আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দিয়ে উপরোক্ত অভিমত দেয় বলে জানান সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সাবিনা আহমেদ মলি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!