রাবি ভিসিসহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০১৭, ০২:০৮ পিএম
রাবি ভিসিসহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

ঢাকা: জমি কেনায় অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি, প্রোভিসিসহ চারজনের বিরুদ্ধে কেন তদন্তের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, দুদকের চেয়ারম্যান ও পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনা নিয়ে আর্থিক অনিয়মের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!