রায়ে অ্যাটর্নি জেনারেলের হতাশা প্রকাশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩, ২০১৭, ১২:৩৪ পিএম
রায়ে অ্যাটর্নি জেনারেলের হতাশা প্রকাশ

ঢাকা: রায়ে হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন- সংবিধানের ১৬ তম সংশোধনী বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এটি আমরা প্রত্যাশা করিনি। ৫, ৭ ও ৮ সংশোধনীর মাধ্যমে আমরা মুল সংবিধানে ফিরে গিয়েছিলাম। কিন্তু আদালত এটি বাতিল করায় আমরা হতাশ।

আইন মন্ত্রণালয় ও সরকারের সাথে পরামর্শ করে এ রায়ের বিরুদ্ধ রিভিউ এর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হওয়ায় বিচারপতিদের অপসারণ নিয়ে শুন্যতা তৈরি হলো বলেও মনে করেন তিনি।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধানের ১৬ তম সংশোধনী অবৈধ ঘোষনা করে হাইকোর্টের দেয়া রায় সর্বসম্মতিক্রমে খারিজ করে দেয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!