ক্ষমা না চাইলে মেননের বিরুদ্ধে মামলা

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০১৭, ০৫:৫০ পিএম
ক্ষমা না চাইলে মেননের বিরুদ্ধে মামলা

ঢাকা: সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধানের ১৬তম সংশোধন বাতিল করে দেয়া রায় নিয়ে বিরুপ মন্তব্য করায় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

এতে বলা হয়, রায় ঘোষণার পর মন্ত্রী বলেছেন, ১৬তম সংশোধন বাতিল করে এভাবে রায় দিতে পারে না আদালত। তার বক্তব্য সংবিধানের সাথে সাংঘর্ষিক।

নোটিশে এই আইনজীবী বলেন, মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাশেদ খান মেননকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন নোটিশ প্রদানকারী আইনজীবী। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথা উল্লেখ করা হয় লিগ্যাল নোটিশে।  

 সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!