ইমরান সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৭, ১১:১৬ এএম
ইমরান সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার

ঢাকা: গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছেন আদালত। প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটূক্তি করার মামলায় আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যান গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এ ছাড়া সনাতন উল্লাস মালো মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়।

এ ঘটনায় মানহানি হয়েছে অভিযোগ করে গত ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!