তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৮, ০৬:৪৭ পিএম
তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নতুন তিন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) তারা শপথ নেবেন বলে জানা গেছে।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- জিনাত আরা, আবু বকর সিদ্দীকী ও নুরুজ্জামান ননী।

সোমবার (৮ অক্টোবর) সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদেরকে এই নিয়োগ দেন। শপথ গ্রহণের পর তাদের এই নতুন নিয়োগ কার্যকর হবে।

নতুন তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের বিভাগের বিচারপতি হলেন সাত জন।  

এদিকে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন সই করা বিজ্ঞপতিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতিকে শপথ পড়াবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!