ছবি : সংগৃহীত
ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি টিনশেড বাড়ি থেকে ফাতেমা আক্তার লিলি নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁও দক্ষিণ বনশ্রী ১০তলার সামনে একটি টিনশেড বাড়ি থেকে ওই ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
খিলগাঁওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি নিহত লিলি অবিবাহিত ও স্কুলছাত্রী বলেও জানা গেছে।
তিনি আরও জানান, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার সময় বাসায় লিলি একাই ছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.হারুনের রশিদ বলেন, নিহত লিলি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় বাসায় কেউ ছিল না।
নিহতের আরেক বোন তখন জিমে গিয়েছিলেন। লিলির পরিবারের হোটেল ব্যবসা আছে। বনশ্রীতে অবস্থিত সে হোটেলের জায়গা ও হোটেল নিয়ে মামলা মোকাদ্দমা আছে বলে শোনা যাচ্ছে। এ কারণে পরিবারের অন্য সদস্যরা দেশের বাড়ি হবিগঞ্জে আছে।
তবে হত্যাকাণ্ডের পর হোটেলের একজন স্টাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের হোটেলটি বন্ধ থাকলেও সেই স্টাফ সেখানে অবস্থান করে আসছিলেন বলেও জানান তিনি।
পিএস
আপনার মতামত লিখুন :