এক লাখ গ্যাস বেলুন নিয়ে যে পরিকল্পনা ছিল আওয়ামী লীগের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:০৪ পিএম
এক লাখ গ্যাস বেলুন নিয়ে যে পরিকল্পনা ছিল আওয়ামী লীগের

প্রতীকী ছবি

আসন্ন নির্বাচনে নিজস্ব প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ পরিকল্পনা করেছিল এক লাখ গ্যাস বেলুন বিতরণের। উৎস অনুসারে, এসব বেলুন ব্যবহার করা হতো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলীয় প্রতীক ও স্লোগান প্রচারের জন্য। লক্ষ্য ছিল স্থানীয় নির্বাচনী এলাকায় দৃষ্টিনন্দন ও মনোগ্রাহী প্রচারণা সৃষ্টি করা।

দলীয় সূত্র জানায়, প্রতিটি গ্যাস বেলুনে আওয়ামী লীগের লোগো, প্রতীক এবং নির্বাচনী শ্লোগান সম্বলিত ব্যানার সংযুক্ত থাকত। বেলুনগুলো মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার মাধ্যমে স্থানীয় জনগণ ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হতো। পরিকল্পনাকারীরা মনে করতেন, এতে দলীয় সমর্থনের দৃশ্যমান উপস্থিতি বাড়বে এবং ভোটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হবে।

তবে উৎস জানিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পরে এ কার্যক্রম স্থগিত করা হয়। বলা হচ্ছে, নাগরিক নিরাপত্তা ও পরিবেশগত প্রভাব বিবেচনায় রেখে গ্যাস বেলুন বিতরণের বিষয়টি বাতিল করা হয়েছে।

পুলিশ সুপার তালেব বলেন, ‘বেলুন মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার মতো প্রচারণা দৃষ্টিনন্দন হতে পারে, কিন্তু এটি পরিবেশ ও জননিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা জনবহুল এলাকায় এমন কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।’

পুলিশের আরও বক্তব্য অনুযায়ী, নির্বাচনী সময়ে সকল রাজনৈতিক দলের প্রচারণা মনিটর করা হয়। গ্যাস বেলুন, ফায়ারওয়ার্ক বা অন্য কোনও উপকরণ ব্যবহার করার আগে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা বাধ্যতামূলক। এসপি বলেন, ‘যদি পরিকল্পনা বাস্তবায়ন হতো, আমরা সতর্কতা হিসেবে মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতাম। বেলুন ছাড়ার আগে পরিবেশ, আবহাওয়া ও জনঘনত্ব মূল্যায়ন করা হতো।’

পুলিশ জানায়, শেষ মুহূর্তে এ ধরনের প্রচারণা স্থগিত করা হয় বলে যে ঝুঁকি তৈরি হতো তা এড়ানো গেছে। তবে তারা মনে করায়, নির্বাচনী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসমাবেশের জন্য সব দলের নিরাপত্তা ও নিয়মাবলী মেনে চলা অপরিহার্য।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী সময়ে দৃষ্টিনন্দন প্রচারণা চালানোর জন্য রাজনৈতিক দলগুলো নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে। তবে এ ধরনের প্রচারণা কখনও কখনও পরিবেশ ও নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

সূত্র জানায়, দলের বিভিন্ন উপজেলার নেতারা এই পরিকল্পনা নিয়ে আগ্রহী ছিলেন, কিন্তু পরে প্রশাসনিক ও পরিবেশগত সতর্কতার কারণে বেলুন বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়।

এ বিষয়ে স্থানীয় কিছু কর্মী জানিয়েছেন, ‘বেলুন ছাড়ার মাধ্যমে আমরা এলাকায় দলের উপস্থিতি ও সমর্থন দৃশ্যমান করতে চাইছিলাম। তবে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।’

এসএইচ
 

Link copied!