ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা সেন্ট্রাল ফার্মার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৫৫ এএম
ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা সেন্ট্রাল ফার্মার

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের সমস্যার কোন শেষ নাই। যাতে কোম্পানিটির ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। 

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে শেষে বা গত ৩০ জুন পূঞ্জীভুত লোকসান ১২০ কোটি টাকার পরিশোধিত মূলধনের প্রায় সমান হয়ে গেছে। যে কোম্পানি কর্তৃপক্ষ নতুন অর্থের সংস্থানে ব্যর্থ ও তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। 

এছাড়া এনবিআর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা দাবি করেছে, কোম্পানির বিক্রি বাড়ছে না, বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হয়, উৎপাদন লাইনে সীমাবদ্ধতা রয়েছে ও ড্রাগ সনদের নবায়ন হয়নি। এছাড়া ডিএসইর লিস্টিং ফি ও সিডিবিএল ফি দিতে পারছে না।

সেন্ট্রাল ফার্মার এ সমস্যার কারণে কোম্পানিটির ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৯ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯২.৩৩ শতাংশ।

এএইচ/পিএস

Link copied!