সুপার শপ মালিকরা ‘হয়রানি’ বন্ধে উদ্যোগ চান

  • অর্থনীতি রিপোর্টার | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৬, ০২:৩০ পিএম
সুপার শপ মালিকরা ‘হয়রানি’ বন্ধে উদ্যোগ চান

ভ্যাটের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ এনে ছনে সুপার শপ মালিকরা। তারা দাবি করনে, আইনের অপপ্রয়োগে তাদের ব্যবসা জর্জরিত। উত্তরণে সরকারকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তারা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে সম্প্রতি সারাদেশে সুপার শপ বন্ধ রাখার কর্মসূচি পালন করে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।

কর্মসূচি চলাকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, ব্যবসার ‘প্রকৃত অবস্থা’ তুলে ধরতে তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগোরা, মীনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাস ও আমানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!