যেসব কোম্পানি ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২০, ১২:৩৪ এএম
যেসব কোম্পানি ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত ২৮ কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন। এছাড়া ১৩টি কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পূরণ করেছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনা মানতে ব্যর্থ ২৮ কোম্পানি হলো- একটিভ ফাইন ক্যামিকেলস লিমিটেড, আফতাব অটোমোবাইস লিমিটেড, অগ্নি সিস্টেম লিমিটেড, আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, সি এন্ড এ টেক্সটাইল লিমিটেড, সেন্টাল ফার্মাসিউটিকেলস লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড, এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড, মিথুন নিটিং এন্ড ডাইং (সিপিজেড) লিমিটেড, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্মা এইডএস লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড পিন সার্ভিসেস লিমিটেড, সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, সেলভো ক্যামিকেল ইন্ডাস্টিজ লিমিটেড, শুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। 

শর্ত পালনকারী কোম্পানিগুলো হলো- বারাক পাওয়া লিমিটেড ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ, বে লেইজিং এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ, বাংলাদেশ থাই এ্যালমুনিয়াম লিমিটেড ৩১ দশমিক ৪৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুারেন্স লিমিটেড ৩৩ দশমিক ৯৮ শতাংশ, দি সিটি ব্যাংক ৩২ দশমিক ৮৮ শতাংশ, অ্যামিরেল্ড ওয়েল ইন্ডাস্টিজ লিমিটেড ৩০ দশমিক ৪৫ শতাংশ, ম্যাকসন্স স্পেনিং মিলস্ লিমিটেড ৩০ শতাংশ, মেঘণা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩৩ দশমিক ৪১ শতাংশ, মেট্রো স্পেনিং লিমিটেড ৩০ দশমিক শূন্য ৯ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড ৩২ দশমিক ৫৬ শতাংশ, পিপলস্ ইন্স্যুরেন্স ৩০ দশমিক ৫৯, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ৩০ দশমিক ১৮ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্টিজ লিমিটেড ৩০ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করেছে।  

এর আগে ২০১১ সালে ২২ নভেম্বর বিএসইসি শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রত্যেক পরিচালককে ২ শতাংশ ও উদ্যোক্তা ও পরিচালকদেরকে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা দেয়।  

বিএসইসির তথ্য মতে, ৪১টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা ৩০ শতাংশের নিচে শেয়ার ধারণে ব্যর্থ ছিল। এজন্য নিয়ন্ত্রক সংস্থা তাদের সময় বেধে দিয়েছে। কিন্তু ওই সময়ের মধ্যেও ২৮টি কোম্পানি শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাকি ১৩টি বিএসইসির দেয়া নির্দেশনা পূরণ করেছে।

এর আগে ওই কোম্পানিগুলোকে প্রথম দফায় শেয়ার ধারণের জন্য চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয়া হয়। তবে পরবর্তীতে সময় বাড়িয়ে তা ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়।

গত ২৫ নভেম্বর বিএসইসির ৭৫০তম কমিশন সভায় সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানির পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব চূড়ান্ত করা হয়।

সোনালীনিউজ/এএস/এমটিআই

Link copied!