সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় সপ্তাহ শেষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০, ০২:৪৮ পিএম
সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় সপ্তাহ শেষ

স্কীনশর্ট ছবি

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে আজ ব্রড ইনডেক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭৪ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭২৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, দর কমেছে ৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির। 

আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকা। যা আগের দিন গত কার্যদিবস বুধবার হয়েছিলো ৮৩৭ কোটি ৪ লাখ ১১ হাজার টাকা। 

সোনালীনিউজ/এমএইচ

Link copied!