আয় কমেছে জিল বাংলা সুগার মিলের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০১:০৭ পিএম
আয় কমেছে জিল বাংলা সুগার মিলের

প্রতিনিধি

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত জিল বাংলা সুগার মিলের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করেছে। এতে দেখা যায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় ব্যাপক কমেছে। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
জানা যায়, কোম্পানিটি বিদায়ী বছরের শেষ ছয় মাসে শেয়ার প্রতি আয় কমেছে ৩৬ টাকা ৮৬ পয়সা। এছাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের (এনএভি) পরিমান কমে দাঁড়িয়েছে ৭৩৮ টাকা ৩২ পয়সা।

জামালপুর জেলা আখচাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় পাকিস্তান আমলে এখানে একটি সুগার মিল গড়ে উঠে। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ক্রাশিং কার্যক্রম চলে।

সোনালীনিউজ/এএস

Link copied!