দুই সিকিউরিটিজকে বুথ খোলার অনুমতি দিল বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৯, ২০২১, ০৩:১৭ পিএম
দুই সিকিউরিটিজকে বুথ খোলার অনুমতি দিল বিএসইসি

ঢাকা : বন্দরনগরী চট্টগ্রামে তিনটি ও সিলেটে একটি ডিজিটাল বুথ খোলার জন্য দুই সিকিউরিটিজ কোম্পানিকে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

রোববার (৯ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৭৭৩তম সভায় এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখাপত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কবির সিকিউরিটিজ লিমিডেট (সিএসই ট্রেক-৫৬)কে চট্টগ্রামের নাজিরহাট ও খাতুনগঞ্জে দুইটি ডিজিটাল বুথ এবং বি রিচ লিমিটেড (সিএসই ট্রেক-২৭) কে সিলেট শহরের উত্তর ধুপার দিঘীর পার এলাকায় একটি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছেন।

সোনালীনিউজ/আরএইচ

Link copied!