পুঁজিবাজারের ভালো ভবিষ্যৎ দেখছেন সালমান এফ রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০৪:১১ পিএম
পুঁজিবাজারের ভালো ভবিষ্যৎ দেখছেন সালমান এফ রহমান

ফাইল ফটো

ঢাকা: দেশের পুঁজিবাজারের খুবই ভালো ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, গত ১ বছর ধরে শেয়ারবাজারে নতুন ধরন দেখছি। নতুন কমিশন অনেকগুলো সুন্দর পদক্ষেপ নিয়েছে। এখানে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এছাড়া লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। একইসঙ্গে বেসিক সমস্যা ইক্যুইটি ভিত্তিক মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সবমিলিয়ে শেয়ারবাজারের খুবই ভালো ভবিষ্যৎ দেখছি।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়নের পথ’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

সেমিনারে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়াসহ নানা পরামর্শ উঠে আসে।

সালমান এফ রহমান বলেন, ‘সেমিনারে যেসব বিষয় আলোচনা হয়েছে, সবগুলোর পেছনে যুক্তি আছে। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট এ মাসের শেষে পাস হবে। আমি চেষ্টা করব যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো উপস্থাপন করার।’

করোনাকালীন দেশের বিনিয়োগ চাঙা করতে বাজেটে করপোরেট করহার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পুঁজিবাজারকে চাঙা করতে কর সুবিধা দেয়া প্রয়োজন। আবার সরকারকেও রাজস্ব সংগ্রহ করতে হবে। বাজেটে সব সময় এ বিষয়টির ভারসাম্য রক্ষা করতে হয়।’

এই ভারসাম্যের জন্যই পুঁজিবাজারের জন্য কর ছাড়ের সব দাবি ছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেভাবে গ্রহণ করতে পারেনি বলে জানান তিনি।

গত বছর করোনা পরিস্থিতিতে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর এক বছরে বাজারে সূচক বেড়েছে দেড় হাজার পয়েন্টের বেশি। লেনদেন বেড়ে হয়েছে তিন গুণ। গত এক মাস ধরে প্রতিদিনই গড় লেনদেন দুই হাজার কোটি টাকার বেশি। এ অবস্থায় পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিনের হতাশা দূর হওয়ার আশাবাদ তৈরি হয়েছে।

সালমান এফ রহমান বলেন, ‘গত এক বছরের বিএসইসি নতুন চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনারা যেভাবে কাজ করছেন, তাতে পুঁজিবাজারে আস্থা অনেক বেড়েছে। তারা বন্ড মার্কেট নিয়ে কাজ করছেন। এটি খুবই ভালো উদ্যোগ।

‘ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি ঋণের জন্য ব্যাংকে যান, কিন্তু পুঁজিবাজারে যদি বন্ড মার্কেট সক্রিয় হয়, তাহলে ব্যাংকের ওপর নির্ভরশীলতা অনেক কমে আসবে। আর শুধু ব্যবসায়ীরা নন, সরকারও বন্ড মার্কেট থেকে অর্থের সংস্থান করতে পারবে।‘

তিনি বলেন, ‘পুঁজিবাজারে এখন নতুন নতুন প্রোডাক্ট আনা হচ্ছে। নতুন নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। কিছুদিন আগে শেয়ার দরের প্রান্তসীমা বা ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া হয়েছে, আরও নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। এ অবস্থায় পুঁজিবাজারের ভবিষ্যৎ ভালো দেখছি।’

পুঁজিবাজার যত ভালো হবে, ততই এর সঙ্গে সম্পৃক্তদের দায়িত্ব বেড়ে যাবে উল্লেখ করে সালমান বলেন, ‘মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, ডিএসই, সিএসই তাদের পুঁজিবাজারের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। পুঁজিবাজারের সঙ্গে আরো সম্পৃক্ত হতে হবে।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসাইন ও এএমসি এসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম। এতে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান ও সিএমজেএফ এর সভাপতি হাসান ইমাম রুবেল।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!