ফু-ওয়াং ফুডসের বোর্ডে আসছে মিনোরি বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৩:০২ পিএম
ফু-ওয়াং ফুডসের বোর্ডে আসছে মিনোরি বাংলাদেশ

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভূক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেড এর ব্যবসা অব্যাহত মন্দা যাচ্ছিল। কোনভাবে মন্দা থেকে বেড় হয়ে আসতে পারছিলনা প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটিকে ব্যবসায় ফিরেয়ে আনা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বোর্ডে যাচ্ছে জাপানি প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ লিমিটেড।

ফু-ওয়াং ফুডসের শেয়ার ক্রয় করার মাধ্যমে কোম্পানিটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) কমিশন বৈঠকে জাপানি এই প্রতিষ্ঠানকে ফু-ওয়াং ফুডসকে অধিগ্রহন করার অনুমতি দেয়া হয়।

এ বিষয়ে বিএসইসি’র কমিশনার প্রফেসর শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, জাপানের প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশকে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার ক্রয় করার অনুমতি দেয়া হয়েছে। কোম্পানিকে অধিগ্রহনের পর এর নিয়ন্ত্রণ গ্রহণ করবে জাপানি প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ফু-ওয়াং ফুডসকে অধিগ্রহণ করার জন্য জাপানি প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশকে প্রাথমিকভাবে কমপক্ষে ১০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এবং এই বিনিয়োগের পুরো অর্থ আলাদা একটি ব্যাংকের হিসাবে জমা দিতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান পৃষ্ঠপোষক পরিচালকদের কোম্পানির অ্যাকাউন্টে বকেয়ার ৬.৫ কোটি টাকা জমা দিতে হবে। কারণ বিদ্যমান পরিচালকরা ফু-ওয়াং ফুডসের প্রায় ১০ লাখ সাসপেন্ড শেয়ার বিক্রি করেছে।

শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ফু-ওয়াং এর সকল ধরনের দেনা পাওনার দায়িত্ব নিবে মিনোরি বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি অধিগ্রহনের মাধ্যমে ব্যবসা যেমন বাড়বে তেমনি সুশাসন প্রতিষ্ঠিত হবে বলেও মনে করেন তিনি।

কোম্পানির বর্তমান স্পনসর পরিচালদের হাতে মাত্র ৮.৭৫ শতাংশ শেয়ার রয়েছে। বিএসইসি’র পক্ষ থেকে বলা হয়েছিল যে, বোর্ড পুনর্গঠন করতে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। কিন্তু তারা এ আদেশ পালন করতে ব্যর্থ হয়। এতে গত বছরের ১৩ জুলাই, বিএসইসি পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করে ফু-ওয়াং ফুডসের পরিচালনা পরিষদ পুনর্গঠন করে।

বিএসইসি’র শীর্ষ কর্মকর্তারা বলেছেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি যথাযথভাবে ব্যবসা করতে পারছিল না। এতে কয়েকবছর যাবত শেয়ার হোল্ডাররা বঞ্চিত হচ্ছিলেন।

গত বছরের জুলাই মাসে মিনোরি বাংলাদেশ লিমিটেড উৎপাদনে বন্ধ থাকা এমারেল্ড অয়েলকে অধিগ্রহন করে। এর পর গত ৮ অক্টোবর, বিএসইসি আলিফ গ্রুপকে সিএন্ডএ টেক্সটাইল লিমিটেডকে অধিগ্রহণ করার অনুমতি দেয় যা ২০১৬ সাল থেকে বন্ধ ছিল।

মিনোরি মূলত বাংলাদেশি মালিকানায় জাপানি প্রতিষ্ঠান। এই কোম্পানিটি প্রধানত ধান, শাকসবজি এবং ফলসহ অর্গানিক ফসল উৎপাদন করে এবং বাজারজাত করে থাকে।

এদিকে ফু-ওয়াং এর পণ্য তালিকায় রয়েছে ব্র্রেড, বিস্কুট, কেক, টোস্ট, ওয়েফার বার, চকলেট, ইনস্ট্যান্ট নুডলস, ড্রিংকিং ওয়াটার, কার্বনেটেড ড্রিংকস এবং এনার্জি ড্রিংকস। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ফু-ওয়াং ফুডস ২০০০ সালের জুলাই মাসে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!