রাজধানীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:৫৭ পিএম
রাজধানীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

এটিএম বুথ উদ্বোধন

ঢাকা: গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রগতি সরণী শাখা সংলগ্ন কনফিডেন্স সেন্টার, প্রগতিসরণী, গুলশান, ঢাকা এ ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃনাজিম উদ্দৌলা, ব্যাংকের জনসংযোগ এবং ব্যাংক ফাউন্ডেশন বিভাগের প্রধান মোঃসামছুদ্দোহা, ব্যাংকের প্রগতিসরণী শাখার ব্যবস্থাপক মুহম্মদ নুরন্নবী-সহ ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত এটিএম বুথ থেকে ২৪ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। 
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদেরকে আরো অধিকতরসেবা প্রদান নিশ্চিত করণের লক্ষে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। 

সোনালীনিউজ/এসআই

Link copied!